বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন অস্কার, 'গো ব্যাক' স্লোগান শুনতে হল চের্নিশভকে

Sampurna Chakraborty | ০৯ নভেম্বর ২০২৪ ২৩ : ৩৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ন'জনে খেলে ড্র ইস্টবেঙ্গলের নৈতিক জয়। কিন্তু এক পয়েন্টে খুশি নন অস্কার ব্রুজো। সমর্থকদের আবেগের সঙ্গে গা ভাসাতে চান না। বাস্তবের মাটিতে পা ইস্টবেঙ্গলের নতুন কোচের। ফুটবলারদের চারিত্রিক দৃঢ়তা, লড়াকু মনোভাবের কদর করলেও, স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের তিন পয়েন্ট দরকার ছিল। অস্কার বলেন, 'আমরা টেবিলের তলানিতে আছি। এক পয়েন্ট পেলেও আমরা শেষেই থাকব। প্লেয়ারদের চারিত্রিক দৃঢ়তা, লড়াই করার মানসিকতার পাশাপাশি পয়েন্ট গুরুত্বপূর্ণ। অবশ্যই এই ম্যাচের ইতিবাচক দিক আছে। আমরা শেষ চার ম্যাচে হারিনি। তবে আমাদের টার্গেট তিন পয়েন্ট ছিল। ড্রয়ে কেউ খুশি নয়।' 

এদিন বেশ কিছু ক্ষেত্রে রেফারিং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গিয়েছে। একাধিক ফাউল দেওয়া হয়নি। পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়। ম্যাচ শেষে রেফারিং নিয়ে হতাশা প্রকাশ করলেন অস্কার। একইসঙ্গে মহেশের আচরণের সমর্থনে নয় লাল হলুদ কোচ। অস্কার বলেন, 'এএফসিতে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আইএসএলে আমাদের সম্মান দেওয়া হয় না। এটা আমি কর্তাদের বলেছিলাম। আমরা লাল কার্ড দেখি, অন্যান্য ক্লাবের থেকে আমাদের সঙ্গে রেফারিদের আচরণ আলাদা। বেশি বললে নির্বাসিত করে দেবে। তবে বলতে বাধ্য হচ্ছি, আমি রেকারিং নিয়ে সন্তুষ্ট নয়। বাকিটা ক্লাব দেখবে। তবে আমি মহেশের আচরণেও খুশি নয়। রেফারি আমাদের হাতে নেই। কিন্তু প্লেয়ারদের বিষয়টা আছে। মহেশের পারফরমেন্স আগের মরশুমের মতো নেই।' 

প্রথম ৩০ মিনিটের মধ্যে জোড়া লাল কার্ড দেখার পর বিরতিতে প্লেয়ারদের কী বলেছিলেন অস্কার? যা এই বিরূপ পরিস্থিতিতেও তাঁদের লড়াই করার মনোবল জোগায়? অস্কার বলেন, 'আমি বলেছিলাম, পরিস্থিতি বিপরীত হলে তোমরা কী করতে? একজনের বিরুদ্ধে দু'জনকে যেতে হবে। রক্ষণ এবং মাঝমাঠের সংগঠন মজবুত রাখতে হবে। প্লেয়াররা আমার বার্তা বুঝতে পেরেছে। আমরা রক্ষণ আঁটোসাঁটো রাখতে পেরেছি। কাউন্টার অ্যাটাক এবং সেট পিস থেকে গোল করার চেষ্টা করি। কিন্তু সেটা হয়নি।'

ম্যাচের শেষে 'গো ব্যাক' স্লোগান শুনতে হয় আন্দ্রে চের্নিশভকে। মহমেডানের বাসকে ঘিরে অসন্তোষ প্রকাশ করে সাপোর্টাররা। বিদায়ঘণ্টা কি বেজে গেল রুশ কোচের? জানার জন্য অপেক্ষা করতে হবে। তবে চের্নিশভ মেনে নিলেন, ন'জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে না জেতা তাঁদের ব্যর্থতা। আত্মবিশ্বাসের অভাবকেই দায়ী করেন। চের্নিশভ বলেন, 'ন'জন প্লেয়ারের বিরুদ্ধে জেতা বাধ্যতামূলক। আমাদের জন্য ভাল রেজাল্ট নয়। আমাদের গোল করা উচিত ছিল। আমাদের সুযোগও ছিল। কিন্তু কখনও ইস্টবেঙ্গলের গোলকিপার ভাল সেভ করেছে, কখনও আমরা গোল করতে পারিনি। আমরা রেজাল্ট নিয়ে খুশি নয়। আমাদের আরও আত্মবিশ্বাসী হতে হবে। আমরা পরিস্থিতি বদলাতে চাই। কিন্তু প্লেয়াররা ভুল করার ভয় পায়। আমাদের ফাইনাল পাসের ক্ষেত্রে আরও নিপুণ হতে হবে।' বিরতিতে অ্যালেক্সিসকে তুলে নেওয়ার পর মহমেডানের খেলায় ছন্দপতন ঘটে। চের্নিশভের দাবি, আরও ৪৫ মিনিট খেলার মতো জায়গায় ছিলেন না আর্জেন্টাইন মিডফিল্ডার। 

 


#Oscar Bruzon#Andrey Chernyshov#East Bengal vs Mohammedan Sporting#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ইস্টবেঙ্গলকে অস্তমিত সূর্যের সঙ্গে তুলনা টুটু বসুর, পাল্টা দিলেন লাল হলুদ কর্তা ...

দ্রোণাচার্যের কাছে পাঠ নিতে দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বই, প্রোটিয়াদের ক্রিকেটেও অবদান রোহিতের কোচ দীনেশ লাডের ...

দলে বারংবার আসা-যাওয়া, আকাশ দীপের টেস্ট কেরিয়ার নিয়ে সন্দিহান বোর্ড কর্তা...

'মাত্র তিনটি দল খেলে, এমন বিশ্ব কোথায়', দ্বিস্তরীয় টেস্ট ক্রিকেট নিয়ে প্রশ্ন স্মিথের ...

সন্তোষ জয়ীদের সংবর্ধনা ভবানীপুর ক্লাবের, দেওয়া হল তিন লক্ষ টাকার আর্থিক পুরস্কার ...

লক্ষ্যের লক্ষ্যভ্রষ্ট! মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় শাটলার ...

চ্যাম্পিয়ন্স ট্রফিই কি দুই মহাতারকার শেষ আইসিসি টুর্নামেন্ট?...

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট তারকা স্পিনারের...

নতুন বছরে প্র্যাকটিসের ধরন বদলাচ্ছেন, সাফল্যের চূড়ায় পৌঁছতে কী পদ্ধতি নিচ্ছেন নীরজ? ...

'পন্থের জায়গা কেড়ে নিয়েছে ও', ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই তারকাকেই দলে দেখছেন বাঙ্গার ...

বর্ডার-গাভাসকর ট্রফিতে দর্শক সংখ্যা দেখে চক্ষু চড়কগাছ দুই প্রাক্তন তারকার...

দল নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে, মুম্বইয়ের কাছে হারের পর বার্তা অস্কারের...

গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, সুয়ারেজের বুদ্ধিমত্তায় বাঁচল একটা জীবন ...

বছর শুরুতেই হোঁচট, ডার্বির আগে ঘরের মাঠে লড়াই করে হার ইস্টবেঙ্গলের...

বছর শুরুতেই হোঁচট, ডার্বির আগে ঘরের মাঠে লড়াই করে হার ইস্টবেঙ্গলের...



সোশ্যাল মিডিয়া



11 24